পল্লীকবি জসীমউদ্দীন এর জন্মস্থান কোন জেলায়?
Solution
Correct Answer: Option C
পল্লীকবি জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে
ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
পৈতৃক নিবাস: ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান নাম:
আম্বিকাপুর) । তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর
অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর
কবরের পাশে সমাহিত করা হয়। তাঁর রচিত কাব্য:
‘রাখালী’ (১৯২৭), ‘নক্সীকাঁথার মাঠ' (১৯২৯), ‘সোজন
বাদিয়ার ঘাট (১৯৩৪), ‘এক পয়সার বাঁশি' (১৯৫৬),
‘বালুচর’ (১৯৩০), ‘ধানক্ষেত' (১৯৩৩), ‘রূপবতী’
(১৯৪৬), ‘মা যে জননী কান্দে' (১৯৬৩), ‘মাটির কান্না’
(১৯৫৮), ‘সকিনা’ (১৯৫৯)।