দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক Q অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি উহার অংকদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ গুন বেশি। সংখ্যাটি কত?

A    ৪৭

B    ৩৬

C    ২৫

D    ১৪

Solution

Correct Answer: Option C

 

ধরি,

দশকের অংক ক

এককের অংক (ক+৩)

- সংখ্যাটি=১০ক+(ক+৩)=১১ক+৩

শর্তমতে,

১১ক+৩=৩(২ক+৩)+৪ বা,

১১ক+৩=৬ক+৯+8

বা,ক=২

সুতরাং, সংখ্যা টি= (২X১০)+৫=২৫

 

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions