করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ ঃ ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ ঃ ৭ হলে করিম ও নম্বরের অনুপাত-  

A    ৪ঃ৭

B    ২ঃ৩

C    ২ঃ৭

D    ৯ঃ১৪

Solution

Correct Answer: Option D

 

সমাধানঃ করিমঃরহিম = ৩ঃ৪ = ৩*৬ ঃ ৪*৬ = ১৮ঃ২৪

রহিমঃ মোহন = ৬ঃ৭ = ৬*৪ ঃ ৭*৪ = ২৪ ঃ ২৮

করিমঃ রহিম ঃ মোহন = ১৮ ঃ ২৪ ঃ ২৮

তাই, করিমঃ মোহন = ১৮ঃ২৮ = ৯ঃ১৪

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions