এক ভাই ও বোন তাদের সংগৃহিত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫:৩ অনুপাতে ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩:১:১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাকটিকেট পাৰে?

A    ৫৭৫

B    ৬০০

C    ৬২৫

D    ৬৫০

Solution

Correct Answer: Option C

 

ভাই ও বোনের সংগৃহিত ডাক টিকেটের সংখ্যা ৫০০০ টি

নিজেদের মধ্যে ভাগ করে ৫:৩ এ

অনুপাতের রাশিদ্বয়ের যোগফল=(৫+৩)=৮

অতএব, ভাই পায় (৫০০০ এর ৫/৮) টি ডাক টিকেট

                      =৩১২৫ টি ডাক টিকেট

ভাই তার ডাক টিকেট তার নিজের ও অন্য দুই বন্ধুর সাথে ভাগ করে ৩:১:১ এ

অনুপাতের রাশি তিনটির যোগফল =(৩+১+১)

                                          =৫

অতএব প্রত্যেক বন্ধু পায় (৩১২৫ এর ১/৫) টি ডাক টিকেট

                             =৬২৫ টি ডাক টিকেট 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions