একটি গাড়ি প্রতি লিটার প্রেট্রোলে ৮ কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌছাতে ১৮ লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিলোমিটার চলত, তবে কি পরিমাণ পেট্রোল কম লাগত?

A    ১ লিটার

B    ১.৫ লিটার

C    ২ লিটার

D    ২.৫ লিটার

Solution

Correct Answer: Option C

 

একটি গাড়ি প্রতি লিটার প্রেট্রোলে ৮ কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌছাতে ১৮ লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিলোমিটার চলত, তবে কি পরিমাণ পেট্রোল কম লাগত?

একটি গাড়ি প্রতি লিটার প্রেট্রোলে ৮ কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌছাতে ১৮ লিটার তেল খরচ হয়।

এখান থেকে গাড়িটি কত কিলোমিটার গেল তা বের করে ফেলেন। 

১৮ লিটারে যায়, ১৮* ৮ = ১৪৪ কিলোমিটার

যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিলোমিটার চলত তবে ১৪৪ কিলোমিটার যেতে কত লিটার তেল লাগবে?

১৪৪/৯ লিটার = ১৬ লিটার। 

তাহলে তেল কম লাগত, (১৮-১৬) = ২ লিটার 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions