এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

 

A    ১২৮০ টাকা

B    ১২৮১ টাকা

C    ১৩১০ টাকা

D    ১৩১১ টাকা

Solution

Correct Answer: Option D

এখানে যেহুতু প্রথমে লাভ হয়ছে,তারপর ক্ষতি হয়ছে, তাই সংক্ষেপ করা যায়।

১২০০ এর ১১৫% এর ৯৫%

=১২০০ * ১১৫/১০০ * ৯৫/১০০

=১৩১১

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions