নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?  

A    ৩/৪

B    ৫/৯

C    ৭/১২

D    ১১/১৮

Solution

Correct Answer: Option A

 

হর সমূহ ৪, ৯, ১২, ১৮ এর ল.সা.গু = ১৮০

সকল ভগ্নাংশের হরকে ১৮০ তে রূপান্তরিত করে পাই,

option A = ৩*৪৫/৪*৪৫ = ১৩৫/১৮০

option B = ৫*২০/৯*২০ = ১০০/১৮০

option C = ৭*১৫/১২*১৫ = ১০৫/১৮০

option D = ১১*১০/১৮*১০ = ১১০/১৮০

হর সমান থাকা অবস্থায় যে সঙ্খ্যার লব সবচেয়ে বড় তাই সবচেয়ে বৃহত্তম সংখ্যা।

অর্থাৎ, Option A সঠিক উত্তর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions