নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?  

A    ২/৭

B    ৩/৬

C    ৫/২১

D    ১/৩

Solution

Correct Answer: Option C

 

২/৭, ৩/৬, ৫/২১, ১/৩

ভগ্নাংশগুলোর হর ৭,৬,৩ ও ২১ এর ল.সা.গু.=৪২

ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি,

২/৭=২*৬/৭*৬=১২/৪২

৩/৬=৩*৭/৬*৭=২১/৪২

৫/২১=৫*২/২১*২=১০/৪২

১/৩=১*১৪/৩*১৪=১৪/৪২

সমহরবিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট

     ১০/৪২<১২/৪২<১৪/৪২<১৪/৪২

বা, ৫/২১<২/৭<৩/১৪<১/৩

অতএব, ৫/২১ ভগ্নাংশটি ক্ষুদ্রতম  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions