Who has written the famous novel 'Pather Panchali'?
A Satyjit Ray
B Bibhutibhushan Bandyopadhyay
C Chintha Lakshmi Smhaarachchi
D K. Roy and Margaret Chatterjee
Solution
Correct Answer: Option B
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস
'পথের পাঁচালী' (১৯২৯)। এটি প্রথম প্রকাশিত হয়
'বিচিত্রা' পত্রিকায়। গ্রন্থাকারে প্রকাশিত হয় সজনীকান্ত
দাসের রঞ্জন প্রকাশনালয়, কলকাতা থেকে। ভাগলপুরে
চাকরি করার সময় তিনি এ উপন্যাস রচনা করেন। এ
উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও পরিচিত
মানুষের জীবন। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু ও অক্রুর
সংবাদ নামে তিনটি ভাগে বিভক্ত এ উপন্যাস। 'পথের
পাঁচালী' উপন্যাসের প্রধান অংশই হলো একটি শিশুর
চৈতন্যের জাগরণ, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে শিশুর বেড়ে
উঠা। মানুষ ও প্রকৃতির সঙ্গে তাদের পরিচয়। বিশ শতকের
শুরুর দিকে বাংলার এক প্রত্যন্ত গ্রামে অপু, অপুর বাবা
হরিহর রায়, মা সর্বজয়া, বোন দুর্গা ও দূর সম্পর্কের পিসি
ইন্দির ঠাকরুন নিয়ে তাদের জীবন যাত্রার কথাই এ
উপন্যাসের মূখ্য বিষয়। উল্লেখযোগ্য চরিত্র: অপু, দুর্গা,
সর্বজয়া, ইন্দির ঠাকরুন।