একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ২/৩ গুণ এবং ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে ঐ ঘরের পরিসীমা কত?

A ২৫৬ মিটার

B ৫৭৬ মিটার

C ৪০ মিটার

D ৮০ মিটার

Solution

Correct Answer: Option D

দেড় গুণ = ১  (১/২)=৩/২
ক্ষেত্রফল=(3x×2x)=6x2
পরিসীমা  =2(3x+2x)=10x

ক্ষেত্রফল:
6x2 = 384
⇒ x2 =  384/6=64 
⇒ x = 8
পরিসীমা=10x8=80 মিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions