গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। এখানে ‘মড়মড়’ কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?
Solution
Correct Answer: Option C
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। যেমন:
- মড় মড় (গাছ ভাঙার শব্দ) হলো বস্তুর ধ্বনির অনুকার;
- ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) হলো জীবজন্তুর ধ্বনির অনুকার;
- ভেউ ভেউ (মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি) হলো মানুষের ধ্বনির অনুকার;
- কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) হলো অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার।