একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠের বাইরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার?

A    22π

B    222π

C    225π

D    121π

Solution

Correct Answer: Option C

 

বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার।

সুতরাং মাঠের ব্যাসার্ধ 13 মিটার।

2 মিটার রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ (13+2) বা, 15 মিটার

আমরা জানি, r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল = πr2

সুতরাং রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = π(15)2 = 225π

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions