একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। বস্তুটির আয়তন ৩৪৩ ঘন সে.মি. হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?

 

A ৭ বর্গ সেঃ মিঃ

B ৪৯ বর্গ সেঃ মিঃ

C ৯ বর্গ সেঃ মিঃ

D ৩৬ বর্গ সেঃ মিঃ

Solution

Correct Answer: Option B

ঘনবস্তুর আয়তন (প্রশ্নানুযায়ী এটি ঘনক)
= a3
প্রশ্নমতে, a3=343
           a3=73
            a=7

একটি তলের ক্ষেত্রফল =a2 =72=49

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions