ABCD সামন্তরিকের AB = 12সে মি এবং D বিন্দু থেকে AB এর উপর দূরুত্ব 6 সে মি। সামন্তরিকের খেত্রফল-

A ১৮ বর্গ সে মি

B ৩৬ বর্গ সে মি

C ৭২ বর্গ সে মি

D ১৪৪ বর্গ সে মি

Solution

Correct Answer: Option C

সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা বর্গ একক 
= 12× 6 = 72 বর্গ সে.মি. 
= 72 বর্গ সে.মি.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions