১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ?
Correct Answer: Option B
যুক্তিঃ পদ সংখ্যা = শেষ সংখ্যা - ১ম সংখ্যা / সাধারণ অন্তর + ১
= \(\frac{{49 - 1}}{1} + 1 = 49\)
সমষ্টি = ১ম সংখ্যা+শেষ সংখ্যা / ২ \( \times \) পদসংখ্যা
= \(\frac{{1 + 49}}{2} \times 49 = 25 \times 49\)
গড় = \(\frac{{25 \times 49}}{{49}} = 25\)
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions