অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
A বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
B অন্নদাশংকর রায়
C সুকান্ত ভট্টাচার্য
D মাইকেল মধুসূদন দত্ত
Solution
Correct Answer: Option D
-কবিতার পঙ্ক্তির শেষে মিলহীন ছন্দকে অমিত্রাক্ষর ছন্দ বলে।
-অমিত্রাক্ষর ছন্দের কবিতায় চরণের অন্ত্যমিল থাকে না।
-প্রতি পঙ্ক্তিতে ১৪ অক্ষর থাকে, যা ৮+৬ পর্বে বিভক্ত।
-একে প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দও বলে। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রচলন ঘটান। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি ‘পদ্মাবতী' (১৮৬০) নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন।