কম্পিউটার কে হ্যাকিং হতে রক্ষা করে-

A ম্যাক-জাল

B ডি-ড্রাইভ

C ফায়ারওয়্যাল

D কম্পাইলার

Solution

Correct Answer: Option C

ফায়ারওয়াল হলো Set of Rules, যার মাধ্যমে কম্পিউটারের Incoming ও Outgoing ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনে তা ফিল্টার করা যায়। ফায়ারওয়াল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস প্রবেশ বাধা দেয় ও সাইবার আক্রমণ (হ্যাকিং) এবং অযাচিত প্রবেশ থেকে রক্ষা করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions