Solution
Correct Answer: Option D
-সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ত্রয়ী উপন্যাস 'প্রথম আলো' ।
-ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জাতি হিসেবে বাঙালির আত্মসচেতনতা গড়ে ওঠার প্রক্রিয়া ত্রয়ী এ ঐতিহাসিক উপন্যাগুলোর কেন্দ্রীয় সুর।
সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাসঃ
- আত্মপ্রকাশ,
- সেই সময় (১৯৮১),
- প্রথম আলো (১৯৯৬),
- পূর্ব-পশ্চিম (১৯৮৮),
- মনের মানুষ ইত্যাদি।
তার লিখিত অপর বিখ্যাত উক্তি- 'কেউ কথা রাখেনি'।