‘ডটার অব দি ইস্ট’ (Daughter of the East) বলা হয় কাকে ?
A ইন্দিরা গান্ধী
B অংসান সূচী
C বন্দরনায়েক
D বেনজীর ভুট্টো
Solution
Correct Answer: Option D
বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি দুই বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার রচিত গ্রন্থসমূহ হচ্ছে- ডটার অব দ্য ইস্ট, ডটার অব ডেস্টিনি, রিকনসিনিয়েশন, ইসলাম এবং ডেমোক্রেসি এন্ড দ্য ওয়েস্ট। তিনি ২৭ ডিসেম্বর, ২০০৭ সালে আততায়ীর গুলিতে নিহত হন ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions