'Belt and Road Initiatives (BRI)' এর প্রস্তাব করেছে কোন দেশ?
Solution
Correct Answer: Option C
নিউ সিল্ক রুট হচ্ছে প্রাচীন সিল্ক রুটের নতুন সংস্করণ। এটি চীন থেকে পূর্ব-পশ্চিম-দক্ষিণ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সাথে সড়ক ও নৌপথে বিস্তৃত একটি যোগাযোগ নেটওয়ার্ক। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে মধ্য এশিয়া ভ্রমণকালে সিল্ক রোড ইকোনমিক বেল্ট (এসআরইবি) ও একুশ শতকের সামুদ্রিক সিল্ক রোড (এমএসআর) নির্মাণের ঘোষণা দেন। প্রথমদিকে এই যৌথ প্রকল্পের নামকরণ করা হয় ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবিওআর)। ২০১৬ সালে ওবিওআর এর নাম পরিবর্তন করে দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) রাখা হয়।