বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর -২০১৯ (57 টি প্রশ্ন )






’কান্দাহার’ দক্ষিণ আফগানিস্তরের একটি শহর। এটিই কান্দাবাহার প্রদেশের রাজধানী। কান্দাহার আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। উল্লেখ্য, এ শহরটি নির্মাণ করেন মহামতি আলেকজান্ডার, কিন্তু ১৭৩৮ সালে নাদির শাহ এ শহরে আক্রমণ করে বেশ ক্ষতিসাধন করেন।
জি৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। ইউরোপীয় ইউনিয়ন ও জি৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম হলো হাড়িভাঙ্গা।আর বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ।এই নদীর দৈর্ঘ্য ৫৬ কিমি।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত International Atomic Energy Agency (IAEA) -এর সদর দপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনাম অবস্থিত । সংস্থাটির বর্তমান মহাপরিচালক আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মারিয়ানো গ্রসি । 
Simple বাক্যকে Complex করতে দুটি clause এ রূপান্তর করতে হবে এবং relative pronoun ব্যবহার করতে হবে । সুতরাং সঠিক complex বাক্য হলো It is unfortunate that he failed । মনে রাখতে হবে be verb -এর পর adjective বসে । 
Goodwill অর্থ এবং গঠনগত দিক দিয়ে Noun । Goodwill -এর অর্থ বন্ধুত্বের মনোভাব; ব্যবসায়িক সুনাম । 
'অতি লোভে তাঁতি নষ্ট' এর সঠিক ইংরেজি অনুবাদ হলো – Grasp all, lose all।

অন্যান্য বিকল্পগুলোর অর্থঃ
No risk, no gain → কষ্ট ছাড়া কেষ্ট মেলে না।
As you sow, so shall you reap → যেমন কর্ম, তেমন ফল।
Look before you leap → দেখেশুনে পা বাড়াও।
সঠিক বাক্যঃ You came late today বাক্যটির বাংলাঃ তুমি আজ দেরিতে আসলে ।
- 'Null and void' phraseটির অর্থ আইনত নির্বল ও বাতিল; অকেজো ।
- in vain অর্থ বৃথা
- Demolish অর্থ ধ্বংস করা
- Ignorant অর্থ অজ্ঞ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাক্যটি বর্তমানকাল নির্দেশ করায় বাক্যটির ইংরেজি করার ক্ষেত্রে could, will ব্যবহৃত হবে না । সুতরাং বাক্যটির সঠিক ইংরেজি I can not do without you । 
Good at something অর্থ কোনো কিছুতে দক্ষ । At যোগে বাক্যটির বাংলাঃ সে অঙ্কনে দক্ষ । 
প্রদত্ত space এ tense অনুযায়ী advised, will advice এবং advise তিনটি verb form ই ব্যবহৃত হতে পারে । 
Large (বৃহৎ; বড়) -এর verb form হলো enlarge (বিস্তৃত বা প্রসারিত করা; বড় করা) । Large -এর comparative এবং superlative form হলো larger এবং largest আর enlarged হলো enlarge -এর past এবং Past participle form । 
প্রদত্ত বাক্যটির বাংলা অনুবাদঃ এক হাতে তালি বাজে না । বিপদ কখনো একা আসেনা এর ইংরেজি- Misfortune never comes alone । এক মাঘে শীত যায় না এর ইংরেজি One shallow does not make a summer । আর নাচতে না জানলে উঠান বাঁকা এর ইংরেজি A bad workman quarrels with his tools । 
বাক্যটিতে সঠিক অর্থ প্রদানের জন্য in spite of (সত্ত্বেও) বসতে কারণ in spite of যুক্ত phraseটি clause -এর বিপরীত ধারণা প্রদান করে । Phraseটি যোগে বাক্যটির বাংলাঃ আমার পরামর্শ সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করল না । 
'Oli one's own machine' idiomটির অর্থ নিজের চরকায় নিজে তেল দেওয়া । Idiomটি প্রদত্ত বাক্যে ব্যবহৃত হলে বাক্যটি অর্থপূর্ণ হবে । 

Database এর রেকর্ড বাদ দেয়ার জন্য Delete Row ক্লিক করতে হয়।
জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসএর সংক্ষিপ্ত নাম জিপিআরএস। এটি তারবিহীন মোবাইল টেলিযোগাযোগ সংক্রান্ত এক ধরনের ব্যাবস্থা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়। দ্বিতীয় প্রজন্ম হল ১৯৯০-২০০০ পর্যন্ত।

দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
১। দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক সিস্টেম চালু হয়।
২। SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়।
৩। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু হয়।
৪। GSM প্রযুক্তিতে ভয়েস ও ডাটা প্রেরণ করা সম্ভব।
৫। সিগনাল উন্নয়নের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়।
৬। পেজিং সিস্টেম ব্যবহার করা হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0