বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (মিটার রিডার কাম মেসেঞ্জার) - ০৪.০৫.২০২৪ (81 টি প্রশ্ন )
- নেপালকে "হিমালয় কন্যা" বলা হয় কারণ এই দেশটি হিমালয় পর্বতমালার কোলেই অবস্থিত।
- নেপাল একটি পর্বতময় দেশ, যেখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (সাগরমাথা) সহ অনেক বিখ্যাত পর্বতশৃঙ্গ রয়েছে।
- হিমালয় পর্বতমালা নেপালের প্রকৃতির সৌন্দর্য এবং ভূগোলের অন্যতম প্রধান অংশ, যা দেশটিকে বিশেষভাবে পরিচিত করেছে।
- তাই নেপালকে স্নেহের সাথে "হিমালয় কন্যা" বলা হয়।

অন্যদিকে, 
- ভুটানকে "থান্ডার ড্রাগনের দেশ" (Land of the Thunder Dragon) বলা হয়।
- চীনকে "লাল ড্রাগনের দেশ" বলা হয়।
- ভারতকে "সোনার বাংলা" বলা হতো প্রাচীনকালে, কারণ এদেশের সমৃদ্ধি ও সম্পদের কারণে এটি ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ দেশ ছিল।
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যা 'স্বস্তি পরিষদ' নামে পরিচিত । 
- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর প্রধান কাজ ।
- এর সদস্য সংখ্যা ১৫ টি (৫ টি স্থায়ী সদস্য -যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং অস্থায়ী ১০ টি ) ।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয় ।
- ২০২১-২২ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত এশিয়া -প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নির্বাচিত হয় ।

সোফিয়া – বুলগেরিয়ার রাজধানী
হেলসিংকি – ফিনল্যান্ডের রাজধানী
বেলগ্রেড – সার্বিয়ার রাজধানী
মাদ্রিদ – স্পেনের রাজধানী। 
- বিশ্বের মোট স্থলবেষ্টিত রাষ্ট্র ৪৫টি। স্থলবেষ্টিত রাষ্ট্রগুলোর কোনো সমুদ্র বন্দর নেই।

- এশিয়া মহাদেশে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ১১টি। যথা: নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান।
- সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে। মিশরে অবস্থিত সুয়েজ খাল সিনাই উপদ্বীপকে মিশরের মূল খন্ড থেকে বিচ্ছিন্ন করেছে।
- এটি লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। 
- এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে।
- মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে ১৯৫৬ সালে, এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
- ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।

- উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তার শাসনামলে ভারত উপমহাদেশ স্বাধীন হয়।
- ৩ জুন ,১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরস লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করেন ।
- ১৮ জুলাই,১৯৪৭ সালে মাউন্টব্যাটেন এর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাশ হয় ।
- এই আইনের ফলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় ।
- ফলে ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয় ।
এশিয়া মহাদেশ
- আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া।
- পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক-তৃতীয়াংশ এই মহাদেশের অন্তর্ভুক্ত।
- এশিয়ার আয়তন প্রায় ৪৪,৬১৪,০০০ বর্গ কিলোমিটার (১৭,২২৬,২০০ বর্গ মাইল)।
- ৯০° পূর্ব দ্রাঘিমারেখা এশিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। পশ্চিমে রয়েছে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ।
- এশিয়া ও ইউরোপের সীমানায় ইউরাল পর্বতমালা অবস্থিত, যা এই দুই মহাদেশকে আলাদা করে।
- জাপান, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া হলো এশিয়ার অন্তর্ভুক্ত দ্বীপপুঞ্জ এবং এদেরকে খণ্ডিত রাষ্ট্র বলা হয়।
- এশিয়ার মধ্যে আয়তনে বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- মহাদেশটির দীর্ঘতম নদী হলো ইয়াংসিকিয়াং।
- এশিয়া অবস্থিত জাপানকে "সূর্যোদয়ের দেশ" বলা হয়।
বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য; 
- পূর্বে- ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মায়ানমার; 
- দক্ষিণে বঙ্গোপসাগর এবং 
- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
 
♦ বাংলাদেশের সাথে ভারতের ৫ টি রাজ্যের সীমানা রয়েছে। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ।
 
♦ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্স রাজ্য— ৪টি (আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা)।
 
♦ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা ৯ টি। যথা- মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং।

- পারস্যের বর্তমান নাম - ইরান। 
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিলো জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।

অন্যদিকে,
শ্যামদেশের বর্তমান নাম - থাইল্যান্ড ।
তুরস্ক এর নতুন নাম - তুর্কিয়ে । 
মেসোপটেমিয়া এর বর্তমান নাম - ইরাক । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- জাপান দূরপ্রাচ্যের একটি দেশ।
- দেশটির রাজধানী টোকিও।

- জাপানের পতাকার রং সাদা পটভূমির উপর মাঝে লাল বৃত্ত।
- দেশটির পতাকা জাপানী ভাষায় নিশোকি বা হিনোমারু নামে পরিচিত।
- জাপানের পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল রয়েছে।
দেওয়া আছে, 
2x + y = 12
এবং x = 3

এখন, 
2 × 3 + y = 12
বা, 6 + y = 12
বা, y = 12 - 6
বা, y = 6

x - y = 3 - 6
        = - 3
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর
পিতা ও মাতার মোট বয়স (৪৫ × ২) বছর = ৯০ বছর

পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর
পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স= (৩৬ × ৩) = ১০৮ বছর

পুত্রের বয়স = (১০৮ - ৯০) = ১৮ বছর
a + b + c = 0
বা, a + b = - c

এখন
a3 + b3 + c
= (a + b)3 - 3ab(a + b) + c3
= (- c)3 - 3ab(-c) + c3
= - c3 + 3abc + c3
= 3abc
০.২ × ০.০২ × ০.০০২
= ০.০০০০০৮
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

অপর কোণের মান = ১৮০° - (৪৫° + ৬০°)
                        = ১৮০° - ১০৫°
                        = ৭৫°
৫টি ১০ টাকার নোট = (৫ × ১০) টাকা
                         = ৫০ টাকা

৮ টি ৫০ টাকার নোট = (৮ × ৫০) টাকা
                           = ৪০০ টাকা

৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে = (৫০ + ৪০০) = ৪৫০ টাকা

৯ টি ১০০ টাকার নোট = (৯ × ১০০) টাকা = ৯০০ টাকা

৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে ৯ টি ১০০ টাকার নোটের = ৪৫০/৯০০ = ১/২ অংশ
১ মিলিয়ন = ১০ লক্ষ
১ কোটিতে = ১০ মিলিয়ন
১০ কোটিতে = ১০০ মিলিয়ন
১০০ কোটিতে = ১০০০ মিলিয়ন (অথবা ১ বিলিয়ন)
১০% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ১০) = ৯০ টাকা

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/৯০ = ২০০ টাকা
১ ঘণ্টা = ৬০ মিনিট
         = ৬০ × ৬০
         = ৩৬০০ সেকেন্ড

৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ = ৪৮০০০ মিটার

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৪৮০০০/৩৬০০ মিটার
⸫ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ৩০)/(৩৬০০) = ৪০০ মিটার

⸫ ট্রেনটি দৈর্ঘ্য = (৪০০ - ২১০) = ১৯০ মিটার

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি,
ক এর বেতন ৭x টাকা,
খ এর বেতন ৫x টাকা
গ এর বেতন ৩x টাকা।

প্রশ্নমতে,
৫x - ৩x = ১১১
বা, ২x = ১১১/২
∴ x = ১১১

∴ ক এর বেতন = ৭ × ১১১/২
                   = ৭৭৭/২ টাকা
                   = ৩৮৮.৫ টাকা
দেওয়া আছে, 
           a - b = 4 
              ab = 20

আমরা জানি, 
a3 - b3 = (a - b)3 + 3ab(a - b)
           = 43 + 3 × 20  × 4
           = 64 + 240
           = 304
১৫০০০ টাকায় সুদ পান ১২৭৫ টাকা
১ টাকায় সুদ পান ১২৭৫/১৫০০০ টাকা
১০০ টাকায় সুদ পান (১২৭৫ × ১০০)/১৫০০০ টাকা
                         = ৮.৫ টাকা
- যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়।
- একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব।
- প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যেকোনো বিন্দুকে ঐ রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়।
- দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায় ।
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি।
একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি
∴ অপর কোণের মান = (১৮০ - ১৭০) = ১০°
মনে করি,
        সংখ্যাটি ক

শর্তমতে,
2ক/3 = ক - 50
বা, ক - 2ক/3 = 50
বা, (3ক - 2ক)/3 = 50
বা, ক/3 = 50
∴ ক = 150
১০৭৮৯৬ + ৬৮৯৩৭ + ৩৯৮৯
= ১৮০৮২২
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
- আয়তক্ষেত্রের কোণ গুলো সমান, বাহুগুলো অসমান। 
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি,
পেট্রোল মিশাতে হবে = ক লিটার

প্রশ্নমতে,
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
পাশ করে = (৬০ - ৪২) = ১৮ জন

৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ = ৩০ জন

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মনেকরি, 
৪ বছর পূর্বে পুত্রের বয়স = ক বছর
৪ বছর পূর্বে পিতার বয়স = ৫ক বছর

বর্তমানে পুত্রের বয়স = (ক + ৪) বছর
বর্তমানে পিতার বয়স = (৫ক + ৪) বছর

প্রশ্নমতে, 
ক + ৪ + ৫ক + ৪ = ৮০
বা, ৬ক + ৮ = ৮০
বা, ৬ক = ৮০ - ৮
বা, ৬ক = ৭২
বা, ক = ১২

বর্তমানে পুত্রের বয়স = (১২ + ৪) বছর = ১৬ বছর
বর্তমানে পিতার বয়স = (৫ × ১২ + ৪) বছর = ৬৪ বছর

পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত = ৬৪ : ১৬
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0