5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে x% লাভ হবে ?  

A  1400/100+x  টাকা 

B  14000/100+x  টাকা 

C  140/100+x টাকা 

D  140000/100+x টাকা 

Solution

Correct Answer: Option A

 ৫ টাকায় কমলা পাওয়া যায় ২টি
 ১ টাকায় কমলা পাওয়া যায় ২/৫ টি
১০০ টাকায় কমলা পাওয়া যায় (২/৫) ×১০০ =৪০ টি

ক্রয়মূল্য ১০০ টাকায় লাভ করতে হবে x% অর্থাৎ
৪০ টি কমলা (১০০+x) টাকায় বিক্রয় করতে হবে।

(১০০+x) টাকায় বিক্রয় করতে হবে ৪০ টি কমলা
১ টাকায় বিক্রয় করতে হবে ৪০/(১০০+x)
৩৫ টাকায় বিক্রয় করতে হবে ৪০/(১০০+x)×৩৫
                     =১৪০০/(১০০+x)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions