Solution
Correct Answer: Option A
যে রোগ একজন থেকে অন্য জনে ছড়ায় তাকে
সংক্রামক রোগ বলে। এইডস একটি সংক্রামক রোগ।
AIDS-এ আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা
ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এক সময় আক্রান্ত রোগীর
মৃত্যু হয়। প্রধানত যৌন ক্রিয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির
দেহ থেকে HIV ভাইরাস সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়।
এছাড়া সংক্রমিত ব্যক্তির রক্ত, বীর্য, লালা ও অশ্রুর মাধ্যমে
AIDS সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।