১ ডজন ডিমের বিক্রয়মূল্য ১৫ টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

A ১০%

B ২০%

C ২৫%

D ১৬%

Solution

Correct Answer: Option C

আমরা জানি,
১ ডজন = ১২টি
ধরি, ১২ টি ডিমের বিক্রয়মূল্য =  ১৫ ডিমের ক্রয়মূল্য = x টাকা

 ১ ডিমের বিক্রয়মূল্য = x/১২ টাকা 
১ ডিমের ক্রয়মূল্য = x/১৫ টাকা 

লাভ - x/১২ - x/১৫ = (৫x- ৪x)/৬০ = x/৬০ টাকা
তাহলে শতকরা লাভ =  x/৬০ / x/১৫ × ১০০%
=২৫%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions