‘যার কোন কিছু থেকেই ভয় নেই' তাকে এক কথায় কি বলে?

A অকুতোভয়

B নিৰ্ভয়

C নিৰ্ভীক

D নিৰ্ভীক

Solution

Correct Answer: Option A

কতিপয় গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
আপনাকে পন্ডিত মনে করে যে- পন্ডিতম্মন্য।
যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি৷
যার কোন কিছু থেকেই ভয় নেই - অকুতোভয়
রের অন্নে যে জীবন ধারণ করে - পরান্নজীবী।
পূর্বে কোনো শিক্ষালাভ না করা সত্ত্ব ও যে পারদর্শিতা - অশিক্ষিতপটুত্ব।
পরের অন্নে যে জীবন ধারণ করে - পরান্নজীবী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions