‘ধান ভানতে শিবের গীত' - এ প্রবাদটি দিয়ে কি বোঝায়?
A একের জন্য অপরের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়া
B প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গ কথা বলা
C ক্ষুদে ব্যক্তির বড়াই
D কাজ আরম্ভ করার সাথে সাথে ফল প্রত্যাশা করা
Solution
Correct Answer: Option B
কিছু প্রবাদঃ
প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গ কথা বলা = ধান ভানতে শিবের গীত,
বিশৃঙ্খলা সৃষ্টি করা= খিচুড়ি পাকানো,
গোপন রাখার প্রয়াস= ঢাক ঢাক গুড় গুড়,
বিশৃঙ্খলা সৃষ্টি করা= খিচুড়ি পাকানো,
টের পাওয়ানো= কত ধানে কত চাল
নিশ্চিত কার্যোদ্ধার= নাকে তেল দিয়ে ঘুমানো,
অশুভ লক্ষণ= মেঘের ছায়া।