বাংলাদেশে বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর ?
Solution
Correct Answer: Option A
অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪
• মোট জনসংখ্যা : ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (শুমারি- ২০২৩ অনুসারে) ।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) : ১.৩৩% ।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) : ১,১৭১ জন।
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৭.৯% (পুরুষ ৮০.১ %, মহিলা ৭৫.৮%) ।
• মাথাপিছু আয় : ২,৭৮৪ মার্কিন ডলার ।
• মাথাপিছু জিডিপি : ২,৬৭৫ মার্কিন ডলার বা ২,৯৪,১৯১ টাকা ।
• দারিদ্র্যের হার : ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে]
• চরম দারিদ্র্যের হার : ৫.৬%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৫.৮২%
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.০২% [নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.০০%]
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৯৫% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -১৭.০০% ]
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.০৪% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -৩৮.০০% ]
• মোট ব্যাংক(তফসিলি) : ৬১টি : রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক - ৬টি, বিশেষায়িত ব্যাংক - ৩টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি, বৈদেশিক ব্যাংক - ৯টি, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান - ৩৫টি।
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি