Solution
Correct Answer: Option C
সঠিক বাক্যটি হবে -
- "Well done! Keep up the good work.( ভাল কাজ করেছ! ভাল কাজ চালিয়ে যাও।)
A) Kept at - অতীতকালে কিছু চালিয়ে যাওয়া (যেমন, তিনি কাজ চালিয়ে গেছেন)।
B) keep on - কিছু চালিয়ে যাওয়ার নির্দেশ বা অনুরোধ (যেমন, কাজ চালিয়ে যাও)।
C) keep up - কোনো কিছুতে গতিশীল থাকা বা ভালো পারফরম্যান্স বজায় রাখা (যেমন, ভাল কাজ চালিয়ে যাও)।
D) keep out - বাহিরে থাকার নির্দেশ বা নিষেধাজ্ঞা (যেমন, বাইরে থাকো বা ভিতরে আসা নিষেধ)।