CD, DVD বা পেন ড্রাইভ থেকে সফ্টওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয় ?
A Set up
B Auto run
C Read me
D Restart
Solution
Correct Answer: Option B
- Auto Run হলো কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের সাথে যুক্ত এক ধরনের প্রোগ্রাম।
- যা কোন কম্পিউটারে CD, DVD বা Pen drive প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এবং
- সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায় বা CD, DVD বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে Auto Run প্রোগ্রামটি প্রথমে চালু হয়।