কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের ‘সাগর কন্যা’ বলা হয় ?
A পতেঙ্গা
B সেন্টমাটিন
C কুয়াকাটা
D কক্সবাজার
Solution
Correct Answer: Option C
- বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত।
- এ সৈকতের দৈর্ঘ্য ১২০ কি.মি।
- কুয়াকাটা দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় অবস্থিত।
- এর দৈর্ঘ্য ১৮ কি. মি।
- অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে 'সাগর কন্যা' বলা হয়।
- এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।