একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?
A ভারতের কপিল দেব
B শ্রীলংকার মুরালিধরন
C পাকিস্তানের জালাল উদ্দিন
D অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন
Solution
Correct Answer: Option C
• প্রথম ওডিআই হ্যাট্রিকটি করেছেন - পাকিস্তানি বোলার জালালউদ্দিন।
• তিনি নিয়াজ স্টেডিয়ামে সেপ্টেম্বর, ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ ঘটনাটি ঘটান।