Solution
Correct Answer: Option D
যে মোটরে স্ট্যাটর এবং রোটরে ২টি তার কুণ্ডলী
থাকে এবং স্ট্যাটর থেকে রোটরে ভোল্টেজ আবেশিত হয়
তাকে ইন্ডাকশন মোটর বলে। ১৮৮৭ সালে নিকোলা টেসলা
সর্ব প্রথম ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন। বৈদ্যুতিক
সংযোগের ওপর ভিত্তি করে ইন্ডাকশন মোটর দুই প্রকার।
যথা: থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর ও সিঙ্গেল ফেজ ইন্ডাকশন
মোটর।