একজন কৃষক তার জমিতে ৯ঃ২ অনুপাতে জৈব সার ও রাসায়নিক সার ব্যবহার করেন। এজন্য প্রতি হেক্টর জমির জন্য তার ২২ বস্তা মিশ্র সারের প্রয়োজন হয়। ৮ হেক্টর জমির জন্য প্রত্যেক রকমের কত বস্তা সার তাকে সংগ্রহ করতে হবে ? 

A  জৈব সার ১৪৪ বস্তা, রাসায়নিক সার ৩২ বস্তা 

B  জৈব সার ১৪০ বস্তা, রাসায়নিক সার ৩২ বস্তা 

C   জৈব সার ১৩৪ বস্তা, রাসায়নিক সার ২২ বস্তা  

D   জৈব সার ১৩০ বস্তা, রাসায়নিক সার ২৭ বস্তা  

Solution

Correct Answer: Option A

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions