একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে লাগল । বানরটি যদি ১ মিনিটে ৪ মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে ?
Correct Answer: Option B
বানরটি প্রতি মিনিটে ৪ মিটার উঠে, কিন্তু পরবর্তী মিনিটে ১ মিটার নেমে যায়।
তাই, প্রতি ২ মিনিটে বানরটি ৩ মিটার উঠে।
সুতরাং, ৮ম মিনিটে উঠে ১২ মিটার
এবং ৯ম মিনিটে উঠে ১২+৪=১৬ মিটার।
সুতরাং ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের ৯মিনিট সময় লাগবে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions