Solution
Correct Answer: Option C
- যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে।
- উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে।
যেমন:
- পরি (উপসর্গ) + চালক = পরিচালক;
- অ+জানা = অজানা।
- বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার।
যথা:
- বাংলা উপসর্গ,
- সংস্কৃত উপসর্গ ও
- বিদেশি উপসর্গ।