Solution
Correct Answer: Option B
- শেক্সপিয়রের ‘জুলিয়াস সিজার' অবলম্বনে সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য 'গণনায়ক' (১৯৭৬)। ৫টি অঙ্কে রচিত নাটকটিতে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম ও নৃশংস হত্যাকাওকে তিনি প্রতীকাশ্রয়ে তুলে ধরেছেন। ৩য় অঙ্কে বঙ্গবন্ধু চরিত্রের প্রতিনিধি রাষ্ট্রপতি ওসমানকে হত্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী চরিত্রের প্রতিনিধি সিকান্দার বলেছে, ‘মুক্তি, স্বাধীনতা, নৈরাজ্যের অবসান। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা ঠিক এরকমই মন্তব্য করেছিলেন।
- সাঈদ আহমেদ রচিত নাটক 'কালবেলা' (১৯৬২);
- সেলিম আল দীন রচিত নাটক 'চাকা' (১৯৯১);
- আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক এখনও ক্রীতদাস' (১৯৮৪)।