‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের
শব্দ?
Solution
Correct Answer: Option B
যে সকল অব্যয় রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত
হয়, তাকে ধ্বন্যাত্মক অব্যয় বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক
শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক
দ্বিরুক্তি দ্বারা বহুত্ব বা আধিক্য ইত্যাদি বোঝায়। যেমন: বৃষ্টি
পড়ে টাপুর টুপুর নদেয় এল বান। প্রদত্ত উদাহরণে 'টাপুর
টুপুর' ধ্বন্যাত্মক শব্দটি বৃষ্টির ধ্বনির অবস্থাকে প্রকাশ করেছে।