কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে?

A যুক্তরাজ্য

B যুক্তরাষ্ট্র

C জার্মানি

D ভারত

Solution

Correct Answer: Option A

- গণতন্ত্রের ইংরেজি পরিভাষা Democracy শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Demokratia থেকে।
- আর Demokratia শব্দটির উৎপত্তি হয়েছে Demos (জনগণ) আর Kratos (শাসন ক্ষমতা) থেকে।
- বুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন অর্থাৎ সরকার বা শাসন ব্যবস্থা যখন সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে পরিচালিত হয়। তাকে গণতন্ত্র বলে।
- গণতন্ত্রের প্রথম সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে। এজন্য গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। খ্রিষ্টপূর্ব ৫ম শতকে সলোন (Solon) এথেন্সে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। এজন্য তাকে 'গণতন্ত্রের জনক' বলা হয়।
- আর ১৫ জুন, ১২১৫ সালে ম্যাগনা কার্টা (Magna Carta) চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যে সংসদীয় বা আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয়। এটি এখনো প্রাচীনতম গণতন্ত্র হিসেবে প্রচলিত আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions