Solution
Correct Answer: Option C
দহগ্রাম বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম
উপজেলার একটি ইউনিয়ন ও অন্যতম বৃহৎ ছিটমহল, যা
ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। ভৌগোলিক কারণে
এটি দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত।
এর আয়তন ২২.৬৮ বর্গ কি. মি.। ১ আগস্ট, ২০১৫ সালে
বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬০টি স্টিমহল বিনিময় হলেও
দহগ্রাম সিটমহলটি বিনিময় সম্ভব হয়নি। ১৯৭৪ সালের
চুক্তি অনুযায়ী দহগ্রাম আঙ্গরপোত ভারতের অংশ হওয়ার
কথা ছিল আর বিনিময়ে বাংলাদেশ পাবে দক্ষিণ বেরুবাড়ি
ইউনিয়নের ২.৬৪ বর্গমাইল এলাকা। কিন্তু চুক্তি
বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে দহগ্রাম
বাংলাদেশের অধীনে আর দক্ষিণ বেরুবাড়ি ভারতের অধীনে
আছে। ভারত-বাংলাদেশ (১৯৯২) চুক্তি অনুসারে ভারত,
দহগ্রাম-আঙ্গরপোতা বাসীদের জন্য বাংলাদেশের মূল
ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ১৭৮ × ৮৫ মিটার
আয়তনের একটি ভূমি বাংলাদেশকে ইজারা হিসেবে দেয় যা
বর্তমানে তিনবিঘা করিডোর হিসেবে খ্যাত।