Solution
Correct Answer: Option A
ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরে অবস্থিত ব্রিটিশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর ও রানীর সাবেক বাসভবন হোয়াইট হল নামে পরিচিত। ১৬২২ সালে আইনিগো জোনস এর পরিকল্পায় এটি নির্মিত হয়। নির্মাণের পর এর নামকরণ করা হয় বানকুইটিং হাউস। ১৮৯৭ সালে বানকুইটিং হাউসটি হোয়াইট হল নাম ধারণ করে। ১৯০৫ সালের পর থেকে হোয়াইট হল ব্রিটিশ সরকারের কার্যালয় হিসেবে ব্যবহার শুরু হয়।