He will come soon, ... ?
Solution
Correct Answer: Option A
He will come soon, ... ? এই বাক্যে একটি tag question প্রয়োগ করতে হবে। Tag question হলো এমন একটি ক্ষুদ্র বাক্য যা মূল বাক্যের শেষে ব্যবহার করা হয় এবং সাধারণত ইতিবাচক বাক্যের পরে নেতিবাচক tag বা নেতিবাচক বাক্যের পরে ইতিবাচক tag আসে, তাতে প্রশ্নবোধক অর্থ তৈরি হয়।
- বাক্যের মূল অংশ "He will come soon" একটি ইতিবাচক ভবিষ্যত কাল।
- তাই tag অংশটি হবে বিপরীত অর্থের (negative form) এবং একই auxiliary verb (will) দিয়ে শুরু করতে হবে।
- auxiliary verb "will" সাথে subject "he" নিয়ে tag হয় "won't he"।
- অন্য অপশনগুলোর মধ্যে, "ought he" এবং "shall he" ভুল কারণ এগুলো auxiliary verb হিসেবে ঠিক নেই এই প্রসঙ্গে।
- "isn't he" ব্যবহার করা যাবে না কারণ প্রধান বাক্যে "is" ব্যবহার হয়নি, বরং "will" ব্যবহার হয়েছে।
সুতরাং, সঠিক উত্তরটি হলো won't he।