Solution
Correct Answer: Option B
• ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান-বর্ণমালা উদ্ভাবন বা লিখন পদ্ধতি আবিষ্কার।
- এদের উদ্ভাবিট বর্ণমালার সাথে স্বরবর্ণ যোগ করে বর্ণমালা সম্পুর্ণ করে গ্রিকরা।
- এদের ব্যাঞ্জনবর্ণমালা হল ২২টি
- এদের আরও অবদান ব্যবসা-বাণিজ্য ও নৌকা তৈরি।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের শ্রেষ্ঠ পরিচয় এরা নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
- ইউরোপীয়রা কাগজ, কলম, কালির ব্যাবহার শিখে এদের কাছ থেকে।