Solution
Correct Answer: Option B
- মোনাকো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র।
- এর রাজধানী মোনাকো সিটি।
- এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এবং পৃথিবীর সর্বোচ্চ জন ঘনত্বপূর্ণ দেশ।
World Population Prospects- 2024 অনুসারেঃ
প্রকাশঃ জুলাই 2024,
প্রকাশকঃ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ
শিরোনামঃ Revision of World Population Prospects 2024
প্রতিবেদন অনুযায়ীঃ
• জনসংখ্যার ঘনত্বে-
- শীর্ষ দেশঃ মোনাকো ( প্রতিবর্গ কি.মি. ২৫,৯২৭ জন)।
- সর্বনিম্ন দেশঃ মঙ্গোলিয়া ( প্রতিবর্গ কি.মি. ২ জন)।
• জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশঃ ৬ষ্ঠ।
• গড় আয়ুতে
- শীর্ষ দেশঃ মোনাকো ( ৮৬.৫০ বছর)।
- সর্বনিম্ন দেশঃ নাইজেরিয়া ( ৫৪.৬৩ বছর)।
• জনসংখ্যার শীর্ষ দেশঃ ভারত ।
• দ্বিতীয়ঃ চীন,
• অষ্টমঃ বাংলাদেশ।