‘ওমন কথা মুখে আনতে নেই' বাক্যে 'মুখ' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
A বাগযন্ত্র
B তিরস্কার
C বদন
D অমঙ্গল
Solution
Correct Answer: Option D
• অমঙ্গল: "ওমন কথা মুখে আনতে নেই"
• অঙ্গ বিশেষ: "তোমার মুখের গড়নটা সুন্দর"
• প্রবেশপথ: "গ্রামের মুখেই দোকানটা"
• সম্মান: "ছেলেটা চৌধুরী সাহেবের মুখ রেখেছে"
• কথা: "মুখে মধু অন্তরে বিষ"
• ক্ষমতা: "যত বড় মুখ নয় তত বড় কথা"