
- তালহা তার যাত্রা শুরুর স্থান থেকে প্রথমে ৪০ মিটার উত্তরে যায়।
- তারপর বামদিকে ঘুরে অর্থাৎ পশ্চিম দিকে ৩০ মিটার যায়।
- আবার বামদিকে (দক্ষিণে) ৪০ মিটার যায়।
- এখানে তার অবস্থান আগের অবস্থান থেকে ৩০ মিটার পশ্চিম।
- শেষবার সে বামদিকে ৪০ মিটার অর্থাৎ আগের অবস্থান এর উপর দিয়ে পূর্ব দিকে যায়।
- সুতরাং ৪০ - ১০ = ১০ , যাত্রাবস্থা থেকে তার দুরত্ব ১০ মিটার।