লিটু একটি কাজ ১০ দিনে এবং রিটু তা ১৫ দিনে করতে পারে। তাঁরা একদিন একত্রে কাজ করে ২৫০ টাকা পায়। লিটু কত টাকা পায়?
Solution
Correct Answer: Option C
লিটু ১০ দিনে করে কাজটির = ১ অংশ
লিটু ১ দিনে করে কাজটির = ১/১০ অংশ
রিটু ১৫ দিনে করে কাজটির = ১ অংশ
রিটু ১ দিনে করে কাজটির = ১/১৫ অংশ
লিটু, রিটু একত্রে ১ দিনে করে = (১/১০) + (১/১৫)
= (৩ + ২)/১৫
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ
প্রশ্নমতে,
১/৬ অংশ = ২৫০ টাকা
১ অংশ বা সম্পূর্ন কাজে টাকা পায় = ২৫০ × ৬ টাকা
লিটু ১/১০ অংশের জন্য পায় = (২৫০ × ৬)/১০ টাকা
= ১৫০ টাকা