'সাহেব' শব্দের বহুবচন কী?
A সাহেবগণ
B সাহেবান
C সাহেব
D সাহেব সকল
Solution
Correct Answer: Option B
- বচন' শব্দের অর্থ সংখ্যার ধারণা ।
- ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন ।
- বাংলা ভাষায় বচন দুই প্রকার ।
যথা:
১. একবচন ও
২. বহুবচন ।
- 'সাহেব' শব্দের বহুবচন 'সাহেবান' ।