কোন শব্দটি ফারসি?

A মুসাফির

B তকদির

C পেরেশান

D মজলুম

Solution

Correct Answer: Option C

বাংলা ভাষায় আগত 'ফারসি' শব্দসমূহ:
- পেরেশান, খোদা, গুনাহ, দোজখ, নামায, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত,
- রোযা, হাদিস, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার,
- দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, মেথর, রসদ, হাঙ্গামা,
- আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, বারান্দা, ফিরিঙ্গি ইত্যাদি।

- মুসাফির, তকদির ও মজলুম- আরবি শব্দ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions