Solution
Correct Answer: Option A
♦ ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনামকেই ব্যাকরণে পক্ষ বা পুরুষ বলে। পুরুষ প্রধানত তিন প্রকার। যথা:
উত্তম পুরুষ- (স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। যেমন: আমি, আমার),
মধ্যম পুরুষ- (প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে মধ্যম পুরুষ বলে। যেমন: তুমি, তোমরা) ও
নাম পুরুষ- (অনুপস্থিত পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীই নাম পুরুষ। যেমন: সে, তারা, তিনি, ওরা কি করে?)